চারটি ছোট বাক্যের ফজিলত

★১. হযরত সামুরা ইবনু জুনদুব (রাঃ) বলেন,রাসূলুল্লাহ ﷺ বলেছেন,আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বাক্য চারটিঃ সুবহানআল্লাহ,আলহামদুলিল্লাহ,লা-ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবর। তুমি ইচ্ছামতো এই বাক্য চারটির যে কোন বাক্য আগে পিছে বলতে পারো।(বাক্যগুলির সাজানোর ক্ষেত্রে কোন নিয়ম বা ফযিলত নেই )
[সহীহ মুসলিম ৩/১৬৮৫, নং ২১৩৭]
★২. আবু হুরাইরা (রাঃ) বলেন,রাসূলুল্লাহ ﷺ বলেছেন,আঁমি সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ,লা-ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবর বলতে এত বেশি পছন্দ করি যে,এগুলি বলা আঁমার কাছে পৃথিবীর বুকে সূর্যের নীচে যা কিছু আছে সবকিছু থেকে বেশি প্রিয়।
[সহীহ মুসলিম ৪/২০৭২,নং ২৬৯৫]
★৩. “সর্বশ্রেষ্ঠ দো‘আ হল,
ﺍﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠَّﻪِ
(আলহামদু লিল্লাহ) “সকল প্রশংসা আল্লাহরই”।আর সর্বোত্তম যিকর হল,
ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠَّﻪُ
(লা ইলাহা ইল্লাল্লাহ)“আল্লাহ ব্যতীত কোনো হক্ব ইলাহ নেই।”
****দলিল*****
*(ক.) তিরমিযী ৫/৪৬২,নং ৩৩৮৩
*(খ.) ইবনে মাজাহ্ ২/১২৪৯, নং ৩৮০০ *(গ.) আল-হাকিম, ১/৫০৩ এবং সহীহ বলেছেন,আর ইমাম যাহাবী তা সমর্থন করেছেন।আরও দেখুন,সহীহুল জামে‘ ১/৩৬২।
★৪. সুবহানাল্লাহ’ ও ‘আল্লাহু আকবার’ পৃথিবী ও আকাশ মণ্ডলী ভরে দেয়।
[সুনানে ইবনে মাজাহ: ২৮০]
‘আলহামদুলিল্লাহ’র জিকির মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং এটা সর্বোত্তম দোয়া।
[তিরমিজি: ৫/৪৬২ ও ইবনে মাজাহ: ২/১২৪৯]
★৫. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তাসবীহ (সুবহানআল্লাহ),তাহলীল (লা ইলাহা ইল্লাল্লাহ),তাহমীদ (আলহামদুলিল্লাহ)-এর মাধ্যমে তোমার আল্লাহর যে মহিমা বর্ণনা কর তা মৌমাছির গুঞ্জনের শব্দ করে আরশের চার পাশে ঘুরতে থাকে।সেগুলো নিজ নিজ প্রেরকের কথা উল্ল্যেখ করতে থাকে।তোমাদের কেউ কি এটা পছন্দ কর না যে,আল্লাহর নিকট অনবরত উল্লেখকারী কেউ থাকুক?
[সুনানে ইবনে মাজাহ: ৩৮০৯]
মহান আল্লাহ আমাদেরএই নেক আমলগুলো করার তৌফিক দিক। আমিন ইয়া রব্বুল আলামিন।

0 Comments