উত্তর:- বিত্র কুরআনে সর্বমোট ১১৪টি সূরা রয়েছে। তন্মধ্যে সূরা তাওবাহ (সূরা বারাআহ) ছাড়া বাকি ১১৩টি সূরার শুরুতে ‘বিসমিল্লাহির রহমানির রহীম’ রয়েছে। কিন্তু সূরা তাওবাহ’র শুরুতে ‘বিসমিল্লাহ’ নেই।


এর কারণ হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার ওহী লিখকদেরকে দুই সূরার মাঝে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ লিখে পার্থক্য করতে নির্দেশ দিতেন। কিন্তু তিনি সূরা আনফাল শেষ করার পর সূরা তাওবার শুরুতে তা লিখতে নির্দেশ দেন নি। তাই সাহাবীগণও লিখেন নি।
তাহলে প্রশ্ন হল, যেহেতু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূরা আনফাল শেষে সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ লিখে দুটি সূরাকে আলাদা করার নির্দেশ দেন নি তাহলে কেন বা সূরা আনফাল ও তওবাকে একটি সূরা হিসেবে ধরা হয় নি?
এর উত্তর হল, দুটি সূরাকে মিলিয়ে একটি সুরা হিসেবে লেখা হয় নি এ কারণে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূরা তওবার শুরুতে "বিসমিল্লাহির রাহমানির রাহীম" লিখার নির্দেশ না দেয়ায় সাহাবীগণ সন্দিহান হয়ে পড়েছিলেন যে, আনফাল ও তওবা কি একই সূরা না কি আলাদা আলাদা সূরা।
তাই তারা সিদ্ধান্ত নিলেন, দুটি সুরার মাঝে কিছুটা দূরত্ব বজায় রেখে লিখা হবে কিন্তু মাঝখানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ লিখা হবে না।
সূরা আনফাল ও সূরা তাওবার মাঝখানে বিসমিল্লাহ না লিখার ব্যাপারে এটাই মুফাসরিরদের বক্তব্যের সারকথা। (আল্লামা উসাইমীন রহ. এর ফতোয়ার সংক্ষেপ)
সাহাবীদের নিকট সূরা আনফাল ও সূরা তওবা একটি সূরা না কি দুটি সুরা-এমন সন্দেহ সৃষ্টি হওয়ার কারণ কি?
এর কারণ হল,
১মত: রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দুটি সুরার মাঝে বিসমিল্লাহ লিখতে আদেশ করেন নি।
২য়ত: সূরা আনফালের ঘটনা ও তওবার ঘটনা প্রায় সমজাতীয়। এ কারণে উসমান বিন আফফান রা. ধারণা করেন, উক্ত সুরা দুটি একটি সুরা। তাই দুটিকে মিলিয়ে দিয়েছেন এবং দুটির মাঝখানে বিসমিল্লাহ.. লিখে পাথর্ক্য করা হয় নি।
তবে সূরা আনফাল যেহেতু মদীনায় ১ম দিকে আবর্তীণ হয়েছে আর সূরা তাওবা শেষ দিকে অবতীর্ণ হয়েছে তাই কুরআনে সূরা আনফালকে আগে এবং তাওবাকে পরে লিখা হয়েছে।
(সুনান তিরমিযীতে ইবনে আব্বাস সূত্রে উসমান বিন আফফান রা. হতে এ বিষয়টি বর্ণিত হয়েছে)
এ ছাড়াও আলেমগণ অন্যান্য কারণ বর্ণনা করেছেন।
الله أعلم بالصواب
🔸🔸🔸🔸🔸🔸🔸
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
লিসান্স: মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব।
দাঈ,জুবাইল দাওয়া এন্ড গাইডেন্স সেন্টার সউদী আরব।